
নেত্রকোনার মদনে স্বাবলম্বী উন্নয়ন সমিতি (সাস) কর্তৃক পরিচালিত ২০ টি স্কুলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীরা মুক্তিযুদ্ধের ছবি এঁকে, মুক্তি সংগ্রামের বীরত্বগাথা জেনে, কবিতা পড়ে, গান গেয়ে, বীর মুক্তিযোদ্ধার স্মৃতিকথা শুনে স্বাধীনতার ৫৩তম বর্ষকে স্মরণ করেছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে স্কুলগুলোতে দলীয়ভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে দিবসের শুরু হয়। পরে শিক্ষিকাদের উপস্থিতে স্কুলে শিক্ষার্থীরা শরীল চর্চা প্রদর্শন করে। এসময় শিক্ষিকা, শিক্ষার্থীরাসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।