
হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ মার্চ শনিবার জেলা সদরের কিচেন ২০ রেষ্টুরেন্ট এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম এ আর শায়েলের পরিচালনায় সভাপতি শেখ আব্দুল হাকিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র মো. আতাউর রহমান সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক প্রতিদিনের বাণী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনতার এক্সপ্রেস সম্পাদক ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল, যুগ্ম সম্পাদক শরীফ চৌধুরী,
বিজয়ের প্রতিধ্বনি সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রতন, প্রেসক্লাবের সাবেক কোষাধক্ষ্য ফয়ছল চৌধুরী, জেলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি জুয়েল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, বিজয়ের প্রতিধ্বনির বার্তা সম্পাদক আফতাবুর রহমান সেলিম, প্রতিদিনের বাণীর বার্তা সম্পাদক এএইচএম হেলিম, এখন টিভির প্রতিনিধি কাজল সরকার, দেশ টিভির প্রতিনিধি আমির হামযা,
হবিগঞ্জের মুখ এর স্টাফ রিপোর্টার অপু আহমেদ রওশন, দৈনিক জননীর স্টাফ রিপোর্টার নুরুজ্জামান রাজু, মাধবপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মোজাহিদ মসি, সহ-সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সাধারণ সম্পাদক শ্রীবাস সরকার ।
নবীগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরাদ আহমেদ, বানিয়াচং উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ জুবায়ের জসিম, সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আজমল হোসেন খান, সদস্য জোবায়ের আহমেদ, মোশাহিদ জমাদ্দার, , হবিগঞ্জ মুখ এর শায়েস্তাগঞ্জ প্রতিনিধি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর প্রমুখ। দোয়া পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরাদ আহমদ।