
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহিন সিকদারের নেতৃত্বে আসন্ন উপনির্বাচনে নৌকা প্রতিকের পক্ষে জনসংযোগ ও লিফলেট বিতরন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার রাতে আশুগঞ্জ বাজার রোডে জনসংযোগ ও লিফলেট বিতরন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু।জনসংযোগ ও লিফলেট বিতরনের সময় অন্যান্যদের মাঝে ছিলেন আলামিন সিকদার,রাজিব সিকদার,নুরে আলম সিকদার,নবী হোসেন,রিয়াদ,সৌরভ সিকদার,মারুফ,শান্ত,রাব্বি সিকদার,আসিফ,শাউন,বিজয়সহ আরো অনেক নেতাকর্মী।
এ সময় তারা আশুগঞ্জ বাজারের মেইন রোড, শরীয়তনগর সহ বিভিন্ন স্থানে জনসংযোগের পাশাপাশি লোকজনের হাতে নৌকা প্রতিকের লিফলেট তুলে দেন এবং ভোটারদের সাথে কুশল বিনিময়ের সাথে নৌকা মার্কায ভোট চান। জনসংযোগ ও লিফলেট বিতরন কালে উপস্থিত কর্মীদেরকে উৎফুল্ল দেখা যায় এবং তারা বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠেন।উল্লেখ্য যে,ব্রাহ্মণবাড়িয়া ০২( সরাইল – আশুগঞ্জ) সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ০৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।