
গত ২২ মার্চ ২০২৪ খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন দত্ত বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেন কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয়।
এ সময় পুলিশ কমিশনার মহোদয় বলেন, খুলনা মেট্রেপলিটন পুলিশ খুলনা মহানগরের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ফৌজদারী অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি প্রতিনিয়ত মানুষের কল্যাণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। করোনাকালেও বাংলাদেশ পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে মানবিক কর্মকাণ্ড পরিচালনায় পিছপা হয়নি।
খুলনা দৌলতপুর থানাধীন দত্তবাড়ি নামক স্থানে জনৈক জাহাঙ্গীর মৃধা নামে শারীরিকভাবে অক্ষম (প্যারালাইজড) একজন ব্যক্তি মানবেতর জীবন-যাপন করছেন। আয়ের নির্দিষ্ট কোন সংস্থান না থাকায় চেয়েচিন্তে দিন পার করছিলেন।থাকার জন্য তার ছোট্ট একটা খুপড়ি ঘর ছিল। বস্তির ভেতরে ৮০০/- টাকা দিয়ে ভাড়া করা এক কামরার একটি কক্ষে থাকতেন তিনি। আজ সকালে মোবাইল ফোনের চার্জার থেকে সৃষ্ট অগ্নিকান্ডে তা ভস্মীভূত হয়েছে।
সংবাদটি জানার পর খুলনা মেট্রোপলিটন পুলিশ জাহাঙ্গীর মৃধার পরিবারের প্রতি মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে। তারই অংশ হিসেবে আজকে বিকেলে অসহায় পরিবারটিকে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী, শুকনা খাবার, একটি মোবাইল ফোন ও কিছু নগদ অর্থ প্রদান করা করেছে।
এ সময় পুলিশ কমিশনার মহোদয় পঙ্গু জাহাঙ্গীর মৃধার চলাচলের জন্য একটা হুইল চেয়ার প্রদানের আশ্বাস দেন এবং তার স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করারও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পুলিশ কমিশনার মহোদয় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে সরকারীভাবে যেন জাহাঙ্গীর মৃধা একটা ঘর পান সে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। তিনি বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এবং সাধ্য অনুযায়ী নিম্নবিত্ত ও অসহায় মানুষের পাশে থাকতে কেএমপি বদ্ধপরিকর।
এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন হাচান্, পিপিএম-সেবা; অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব সোনালী সেন, পিপিএম; সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পিসি) জনাব ইমদাদুল হক; সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) জনাব আবুল বাশার; অফিসার ইনচার্জ দৌলতপুর থানা জনাব প্রবীর কুমার বিশ্বাস এবং কেসিসি ৫ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোহাম্মদ আলী।