ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

মিরসরাইয়ে মিঠাছরা জেনারেল হাসপাতালের বিরুদ্ধে ভূল চিকিৎসায় গৃহবধূ মৃত্যুর অভিযোগ

মিরসরাইয়ের মিঠাছড়া জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিকার হয়ে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ দায় স্বীকার করছে না। এদিকে অভিযোগ তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন জেলার স্বাস্থ্য কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় প্রসব বেদনা উঠলে হাসপাতালে সালমা আক্তার (২৩) নামে ওই গৃহবধূকে ভর্তি করান স্বজনরা। পরে রাত ১২টায় নরমাল ডেলিভারি শেষে সন্তান প্রসব করেন তিনি। কিন্তু সালমার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ।
সালমা উপজেলার ইছাখালী ইউনিয়নের সাহেবদি নগর গ্রামের ইদ্র্রিস মিয়ার বাড়ির কুয়েত প্রবাসী নাজিম উদ্দিনের স্ত্রী। এই দম্পতির নাজমিন সুহানা নামের ৬ বছরের এক কন্যাসন্তান রয়েছে।
এদিকে জন্ম নেওয়া নবজাতক সুস্থ রয়েছে। সে তার নানি ও খালার কাছে রয়েছে। তার নাম রাখা হয়েছে আদনান হোসেন।
জানা গেছে, সালমা আক্তার শুরু থেকে এই হাসপাতালে ডা. শারমিন আয়েশার পরামর্শে চিকিৎসা নিয়ে আসছিলেন। নরমাল ডেলিভারির জন্য হাসপাতালের নিয়ম অনুযায়ী টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে ডাক্তারের পরামর্শ নিয়ে চলাফেরা করেছেন তিনি।
সালমার বোন সানজিদা আক্তার বলেন, ‘শুরু থেকে মিঠাছরা জেনারেল হাসপাতালের ডা. শারমিন আয়েশার পরামর্শে চিকিৎসা করে আসছিলেন আমার বোন। মৃত্যুর পরে জেনারেল হাসপাতালের পরিচালক মাসুদ বলেন, আমার বোনের জরায়ুতে টিউমার থাকায় মৃত্যু হয়েছে। টিউমার যদি থাকত তারা আগে বলেনি কেন? এতবার আলট্রাসনোগ্রাম করিয়েছে এই হাসপাতালে। সন্তান ডেলিভারির পরে কেন বলছে। আমার বোনের মতো আর দশ পরিবারের এই ক্ষতি যেন না করে মিঠাছরা জেনারেল হাসপাতাল, তাই আমরা উপযুক্ত বিচার চাই।’
কান্নাজড়িত কণ্ঠে সালমার মা আকলিমা বেগম বলেন, ‘সন্তান প্রসবের পরে আমার মেয়ে আমাকে জানালা দিয়ে ডেকেছে। হাসপাতালের লোকজন ঢুকতেই দেয় নাই। তাদের গাফিলতির কারণে আমার মেয়েকে হারালাম।’
তিনি আরও বলেন, ‘আমার সদ্য জন্ম নেওয়া নাতি এবং ৬ বছরের সুহানা এতিম হয়ে গেল। মেয়ের মৃত্যুর পরে হাসপাতালের পরিচালক মাসুদকে জিজ্ঞাসা করলে তিনি আমাকে বলেছেন, ‘‘নো সাউন্ড, কোনো কথা নাই’। আমি আমার মেয়ের মৃত্যুর বিচার চাই।’
এ বিষয়ে অভিযুক্ত মিঠাছরা জেনারেল হাসপাতালের পরিচালক মো. মাসুদ রানা বলেন, ‘আমার হাসপাতালে মারা যায়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। সাড়ে ১১টায় নরমাল ডেলিভারি হয় এই রোগীর। পরে ব্লিডিং দেখে আমরা সেলাই দিয়ে রেফার করি।’
মঙ্গলবার (১৯ মার্চ) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাকে কেউ জানায়নি। ঘটনাটি আপনার কাছেই শুনলাম। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘এই বিষয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ