
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার রায়পুর বিডি ভয়েস নামীয় সংবাদ ভিত্তিক অনলাইন প্লাটফর্মের চতুর্থ বর্ষপূর্তি পালন উপলক্ষে ইফতার মাহফিল, কুরআন তিলাওয়াত, ইসলামি সংগীত প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৯শে মার্চ) পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে রায়পুর বিডি ভয়েসের প্রতিষ্ঠাতা মোঃ আজম খানের সঞ্চালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড নুর উদ্দিন চৌধুরী নয়ন (এমপি, মাননীয় সংসদ সদস্য ২৭৫, লক্ষ্মীপুর-০২।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত মেহমান ছিলেন, কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ ( ব্যবস্থাপনা পরিচালক, রায়পুর বিডি বয়েস), অধ্যক্ষ মামুনুর রশিদ( চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রায়পুর), গিয়াস উদ্দিন রুবেল ভাট ( মেয়র, রায়পুর পৌরসভা), রফিকুল হায়দার বাবুল পাঠান (সাধারণ সম্পাদক, রায়পুর উপজেলা আ’লীগ), মারুফ বিন জাকারিয়া ( ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ), আবু ছাইদ জুটন( সাধারণ সম্পাদক, পৌর আওয়ামিলীগ, রায়পুর), বীর মুক্তিযোদ্ধা মোঃ খোরশেদ আলম ( সাবেক ডেপুটি কমান্ডার, রায়পুর উপজেলা, লক্ষ্মীপুর), নাজমা বিনতে আমিন ( উপজেলা নির্বাহী অফিসার, রায়পুর, লক্ষ্মীপুর)
এছাড়াও উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন ঢালী( সভাপতি, রায়পুর প্রেসক্লাব), এম আর সুমন ( সাধারণ সম্পাদক, রায়পুর প্রেসক্লাব), প্রবীণ সাংবাদিক শংকর মজুমদার, মিজানুর রহমান মোল্লা, সোহেল আলম, ওয়াহিদুর রহমান মুরাদ সহ রায়পুর উপজেলার এক ঝাঁক তরুণ কলম যোদ্ধা এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, ও সামাজিক ব্যাক্তি, আয়োজক কমিটি, প্রমূখ।
এসময়ে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, রায়পুর বিডি ভয়েস একটি সংবাদ ভিত্তিক প্লাটফর্ম। যারা রায়পুরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে কাজ করছে। রায়পুর বিডি ভয়েসের সফলতা কামনা করি।
এসময়ে নূরানী হাফিজি মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের জন্য আয়োজিত হামদ ও না’ত সহ নানা প্রতিযোগিতার মধ্যে প্রথম স্থান হিসেবে অধিকার লাভ করেন, মো: ফরহাদুল ইসলাম(১৩)(রাবেয়া সিদ্দিকীয়া নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা), ২য় স্থান হিসেবে অধিকার লাভ করেন, মো: আবদুল্লাহ(রায়পুর কামিল মাদ্রাসা ), ৩য় স্থান হিসেবে অধিকার লাভ করেন, মো: সিয়াম হোসেন (তানজিমুল উম্মাহ ইসলামী ক্যাডেট মাদ্রাসা)
অনুষ্ঠানের দোয়া ও ইফতার পর্বের পূর্বে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন।