
কবি সাহিত্যিকদের উপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শিল্পকলা একাডেমী চত্বরে কবি, শিল্পি, সাহিত্যিকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে সাংস্কৃতিক অঙ্গনের শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য দেন শিল্পি আব্দুর রহমান, শিল্পি ইমরুল হোসেনসহ আরো অনেকে। গত (১৫ মার্চ) শুক্রবার একই জায়গায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার হামিদুর রহমানকে দ্রুত অপসারণ ও শাস্তির দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শিল্পকলা একাডেমী ঘেরাও কর্মসূচি পালন করে। এদিকে কালচারাল অফিসারের পক্ষে কবি, শিল্পি, সাহিত্যিকদের ব্যানারে সাবেক সাধারন সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি মলয় কুন্ডু’র দূর্নীতির প্রতিবাদ করতে গেলে তাদের ব্যানার কেড়ে নেয় সাংস্কৃতিক জোটের নেতা কর্মীরা। এ সময় কয়েকজন কবি ও শিল্পি উপর হামলার ঘটনা ঘটে। এরই প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিচার চেয়ে জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি দেয়া হয়।