
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ রোববার (১৭ মার্চ ) সকালে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের (বিপিএসএ) উদ্যোগে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো.
কামরুল আহসান,অতিরিক্ত আইজিপিগণ,ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ,এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ডিআই/এসকে