
রাজধানীর শ্যামপুর এলাকায় পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা তোলার সময় ৩ চাঁদাবাজকে আটক করেছে র্যাব-১০।
আটককৃতরা হলেন-মো.মনির হোসেন (৪২),মো.সানি বেপারী (২৬) ও মো.পারভেজ হোসেন (২৭)।
অভিযানে তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদার ৫ হাজার ১৬০ টাকা এবং ২টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।
শুক্রবার (১৫ মার্চ) বিকালে এইসব তথ্য জানান র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে.সোহেল।
তিনি জানান,বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শ্যামপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটকরা আন্তজেলা ট্রাক,কাভার্ডভ্যান,লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,আটকরা বেশ কিছুদিন ধরে রাজধানীর শ্যামপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তজেলা ট্রাক,কাভার্ডভ্যান,লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সঙ্গে অশোভন আচরণের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে এবং সেই সঙ্গে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে