
মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি
সূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলার মৌকরণ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহিন তালুকদার কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উক্ত ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের এ ইউপি সদস্যর বিরুদ্ধে দায়েরকৃত সি. আর মামলা নং-৪৯০/২০২২ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত,পটুয়াখালী কর্তৃক আমলে নেয়ায় স্হানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯- এর৩৪(১)ধারা অনুযায়ী জেলা প্রশাসক,পটুয়াখালী ব্যবস্হা গ্রহণের সুপারিশ করেছেন।
ফলে মৌকরণ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহিন তালুকদার কর্তৃক সংঘটিত অপরাধ মূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় উপরে উল্লিখিত ধারা অনুযায়ী উল্লিখিত ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য কে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও গতকাল তাকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি হয়েছে বলে জানা গেছে।প্রসঙ্গত: মৌকরণ ইউনিয়ন পরিষদ টি হলো পটুুয়াখালী সদর উপজেলাধীন ইউনিয়ন পরিষদ।