
দিনাজপুর জেলার বিরামপুরে চলন্ত ট্রেনের উঠতে গিয়ে পা পিছলে প্লার্টফর্মের নিচে পড়ে শফিকুল ইসলাম নয়ন (৪০) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে।
শনিবার (৯ র্মাচ) সকাল সাড়ে ১১ টার দিকে বিরামপুর রেলস্টেশন প্লার্টফর্মের এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম নয়ন দিনাজপুর জেলার বিরামপুর পৌরশহরের পূর্বজগন্নাথপুর (নতুন বাজার) এলাকার হাসান আলীর ছেলে।
বিরামপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনন্দ কুমার চক্রবর্তী জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনটি বিরামপুর স্টেশন ছেড়ে যাচ্ছিল। এসময় শফিকুল ইসলাম নয়ন চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্লাট ফরমের নিচে পড়ে যায়। এতে ট্রেনের উপর্যপরি ধাক্কায় তাঁর শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়। বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মনিরা পারভীন তাকে মৃত: ঘোষণা করেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শফিকুল ইসলাম নয়ন দীর্ঘদিন থেকে স্বপরিবারে ঢাকায় অবস্থান করে কাপড়ের ব্যবসা করতেন। তিনি বিরামপুর খানকা শরীফের ওরশ মাহফিলে যোগ দিতে সাথীদের নিয়ে বিরামপুরে আসেন। ওরশ মাহফিলে শেষে অদ্য সকালে ঢাকায় ফেরার জন্য পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী চলন্ত দ্রুতযান এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনে উঠতে গিয়ে এ দূর্ঘটনার স্বীকার হন কাপড় ব্যবসায়ী শফিকুল ইসলাম নয়ন।
হাকিমপুর (হিলি) রেলওয়ে পুলিশের (জিআরপি) তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।