
কুড়িগ্রামে ২৪৫ পিস ইয়াবা উদ্ধার: ৯ টি মাদক মামলার কুখ্যাত মাদক কারবারিসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (০৮ মার্চ ) রাতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো. রুহুল আমীন।
তিনি বলেন,কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার একটি চৌকস টিম শুক্রবার ( ৮ মার্চ)ভোর রাতে ফুলবাড়ী থানাধীন ২নং শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী মৌজাস্থ ধরলা ব্রীজের পুলিশ চেক পোস্টের সামন থেকে ফুলবাড়ী কুটিচন্দ্রখানা গ্রামের মাদক কারবারি পূর্বের ৯ টি মাদক মামলার বসামী লিটন (২৭) ও শ্রী উত্তর কুমার (২৪) দ্বয়কে ১৪৫ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।
তিনি আরও বলেন,গ্রেফতারকৃত ২ জন মাদক কারবারির মধ্যে লিটন এর বিরুদ্ধে কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী থানায় মোট ৯ টি মাদক মামলা রয়েছে। আবারো মাদক সহ উক্ত আসামীকে গ্রেফতার করলো ফুলবাড়ী থানা পুলিশ। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে,আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
ডিআই/এসকে