ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ঘুরতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার
বসুন্ধরায় নারীর মরদেহ উদ্ধারে গিয়ে দুই মণ গাঁজা পেল পুলিশ
এবার মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার প্রতারক সিকদার লিটন
পহেলা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে: ডিএনসিসি প্রশাসক
সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান
ডালিয়ার ১৪ বিয়ে: প্রতারণা চলমান

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণই বিশ্ব মানবতার মুক্তির প্রামাণ্য দলিল :আবুল কালাম আজাদ এমপি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণই পৃথিবীর সেরা ভাষণ। আজ ভাষণটি শুধু বাংলাদেশের একক সম্পদ নয়, এটি এখন বিশ্ব মানবতার মুক্তির প্রামাণ্য দলিল। ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হয়ে নির্যাতিত, নিপীড়িত মানুষের কী করণীয় তার দিক নির্দেশনা হয়ে বার বার মানব সভ্যতার মাঝে এই ভাষণটির আবেদন চির অম্লান হয়ে থাকবে। ১৯৭১ সালে বাঙ্গালী জাতিকে মুক্তির লক্ষে বঙ্গবন্ধু দেওয়া ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রমাণ্য ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় দেশ ও জাতি হিসেবে আমরা গর্বিত। বৃহস্পতিবার কুমিল্লার দেবীদ্বারে ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ এসব কথা তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিনহাজ উদ্দিন, অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া, কুমিল্লা (উঃ) জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুল আউয়াল, প্রবীণ ন্যাপ নেতা বীর মুক্তিযোদ্ধা মুস্তাকুর রহমান ফুল মিয়া, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি আব্দুল কাইয়ুম শাহিন, উপ-পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম, কুমিল্লা (উঃ) জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম রুবেল ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি প্রমূখ।

অনুষ্ঠান শেষে ৭ মার্চ ঐতিহাসক ভাসন দিবস উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১০ টায় সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্যেদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠণ।

এসময় আর ও উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল কাইয়ুম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাউসার হায়দার,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গোলাম মহিউদ্দিন সবুজ, ইমরান আরেফিন ইমু,সহ উপজেলা পৌরসভা ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ