ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ব্যবসায়ীকে মারধর, ছিনতাই, বিবস্ত্র করে ভিডিও ধারন: শ্রমিক দল নেতা গ্রেফতার
রাজধানীতে এবার নান্দনিকভাবে শুরু হচ্ছে বিঝু, বৈসু,সাংগ্রাই, চাংক্রান, বিষু উৎসব- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
পাঁচবিবিতে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পাঁচবিবিতে এসএসসি পরীক্ষায় ২ হাজার ৭’শ ৮৬ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ
বিমান বাহিনী ঘাঁটির নাম পরিবর্তন
সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় মিথ্যা সাক্ষ্যদাতা আটক
সুন্দরবনে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড
ফরিদপুরে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বাধন গ্রেফতার
কালীগঞ্জে বিদ্যালয় মাঠে হাট বসানোর পাঁয়তারা
খুলনায় যৌথ অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জুয়াড়ি আটক
সারা দেশের ন্যায় মোরেলগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের প্রথমদিনের পরীক্ষা
নোয়াখালীতে কিশোর চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
নৌপথে ৭ দিনের অভিযানে ৩ ড্রেজার জব্দ,আটক ১৭২
নড়াইলে ছাত্র আন্দলনে হামলার ৩টি মামলায় ৪৮ জন কারাগারে

প্রবাসী মেলা থেকে বিদেশে কর্মী পাঠানোর নামে ম্যাক্সের প্রতারণা,আদালতে মামলা

যশোরের কেশবপুর পৌরসভার আব্দুর রাজ্জাকের ছেলে মো.আবুল হাসান। বিদেশে যাওয়ার জন্য যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)তে প্রশিক্ষণ নেন।

সে সময় প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজন করা হয় প্রবাসী মেলা। এই প্রবাসী মেলা থেকে ভুক্তভোগী আবুলসহ বেশ কয়েকজন প্রশিক্ষনার্থীকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাঠানোর জন্য বাছাই করা হয়।

ক্লিনার হিসেবে কাজ দেওয়ার চুক্তিতে প্রত্যেকের কাছ থেকে দুই লাখ টাকা নেওয়া হয়। এরপর দ্রুত সময়ের মধ্যে বিদেশে নিয়ে গেলেও কাজ দেয়নি ম্যাক্স ম্যানেজমেন্ট সার্ভিসেস। প্রতিষ্ঠানটির প্রতারণার শিকার হয়ে সৌদি আরবে জেল খেটে দেশে ফিরে আসেন। এই ঘটনায় প্রতিষ্ঠানটির নামে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মানবপাচার অপরাধ ট্রাইবুনালে মামলা দায়ের করেছেন।

গতকাল মঙ্গলবার এই মামলাটি দায়ের করা হয়।

ভুক্তভোগী আবুল মামলায় অভিযোগ করেন, ২০২১ সালে যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)তে আয়োজিত প্রবাসী মেলা থেকে ম্যাক্স ম্যানেজমেন্ট সার্ভিসেস বিদেশে পাঠানোর কথা জানায়। প্রতারণার শিকার আবুল ছাড়াও সেখানে অন্তত পাঁচ শতাধিক আগ্রহীকে বিদেশে চাকরি দেওয়ার জন্য বাছাই করেন। একই দিন পাসপোর্ট জমা নেওয়া হয়। এরপর যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তিন দিনের দক্ষতার ট্রেনিং শেষে দুই লাখ টাকার বিনিময়ে ক্লিনার হিসেবে সৌদি আরব পাঠানো হয়। ২০২২ সালের ৩১ জানুয়ারী  বিদেশে যাওয়ার পর তিনমাস এক স্থানে বন্দি করে রাখে। কোনো ধরনের কাজ না দিয়ে নানাভাবে নির্যাতন করতে থাকে। এমন কি ঠিকমতো খাবার দিতো না প্রতিষ্ঠানটির দায়িত্বরতরা।

সেসময় ভোক্তভুগীরা বলেন ব্যাংক ঋণ করে সৌদি আরব এসে এভাবে মাসের পর মাস বসে থাকলে ব্যাংকের ঋণ পরিশোধ করবো কিভাবে? তাছাড়া দেশে থাকা পরিবারের খরচ কে মিটাবে? তখন সৌদি কোম্পানীর মালিক বলেন আমি নিজের টাকা খরচ করে তোমাদের এনেছি। তোমরা কতোটাকা খরচ করছো, কোন ব্যাংক থেকে ঋণ নিয়েছ সেটা আমার দেখার বিয়ষ না। এসব কথা শোনার পর ভোক্তভুগীদের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে।

সেসময় ভোক্তভুগীরা বাংলাদেশে ম্যাক্স ম্যানেজমেন্ট এন্ড সার্ভিসেস’র অফিসে যোগাযোগ করে কাজ দেওয়ার কথা বললে কর্মকর্তারা জানায়, অপেক্ষা করেন কিছুদিন পর অন্য এক মালিক এসে তোমাদের নিয়ে যাবে ।

প্রায় ৩ মাস পর ভোক্তভুগীরা বুঝতে পারে তাদের বন্দি সবাইকে কিনে আনা হয়েছে। এখন অন্য দালালদের কাছে বিক্রি করে দেওয়া হবে। কোনো কাজ দেওয়া হবে না। অন্য দালালদের কাছে বিক্রির বিষয়টি টের পেয়ে তারা চুক্তিনুযায়ী কাজের দাবীতে চিৎকার করতে থাকেন। ফলে কৌশলে কোম্পানীটি চুক্তি বাতিল করে উল্টো কর্মীদের নামে সৌদি আরবে মামলা দিয়ে দেশটির পুলিশের হাতে ধরিয়ে দেয়।

এরপর দীর্ঘদিন ধরে সেই দেশের জেলে বন্দি থাকে। পরবর্তীতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ২০২৩ সালের জুলাই মাসে দেশে ফিরে আসে। দেশে আসার পরে ম্যাক্স ম্যানেজমেন্ট এন্ড সার্ভিসেসের অফিসে গিয়ে টাকা ফেরত চাইলে টাকা না দিয়ে ভুক্তভোগীকে উল্টো হত্যার হুমকি দেয়। এরপর বাধ্য হয়ে ন্যায় বিচারের আশায় ভুক্তভোগী আদালতে মামলা করেন।

মামলায় আবুল হাসান বাদী হলেও তার মামলায় স্বাক্ষীরাও ভুক্তভোগী। মামলা আসামি করা হয়েছে ম্যাক্স ম্যানেজমেন্টের চেয়ারম্যান মাহফুজুর রহমান।

ভুক্তভোগীর আবেদেনর প্রেক্ষিতে মামলাটি মানবপাচার অপরাধ ট্রাইবুনাল গ্রহণ করেছেন। মামলা নম্বর ২১/২৪। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্তের নির্দেশ দিয়েছেন।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ