
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগীতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশীপ ফোরাম (বিএফএফ)’র আয়োজনে ফরিদপুর চরাঞ্চলের অসহায় দরিদ্র নারীদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশীপ ফোরাম (বিএফএফ) কাযালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে হতদরিদ্র নারীদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস, মুসলিম মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদ,বেসরকারি এনজিও প্রতিষ্ঠান এফডিএ এর উপদেষ্টা ও সমাজ সেবক মোঃ আজহারুল ইসলাম, কাজী আশরাফুল হাসান, চরমাধবদিয়া ইউপি চেয়ারম্যান তুহিনুর রহমান,বিএফএফ’র পরিচালক আ.ন.ম ফজলুল হাদী সাব্বির, রাসিন’র নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা সহ প্রমূখ।