
বাংলাদেশ জামায়াত ইসলামী রায়পুর পৌরসভা উদ্যোগে মঙ্গলবার সকালে স্হানীয় মিলনায়তনে আল্লামা লুৎফুর রহমানের জীবন ও কর্ম শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া র মাহফিল অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভার ও দোয়া মাহফিলে পৌরসভা জামায়াতের আমীর হা :মা:ফজলুল করীমের সভাপতিত্বে ও জামাতে ইসলামির সেক্রেটারি সাংবাদিক এড:মো:কামাল উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মমিন উদ্দীন আহমেদ পাটোয়ারী।এ সময় বক্তব্য রাখেন রায়পুর কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মন্জুর হোসাইন, মুহাদ্দিস নোমান সালেহী,
নুরুল আমিন দেওয়ান, মাওলানা আবুল খায়ের, মাওলানা শামসুল আলম, মাওলানা মোয়াজ্জেম হোসেন, মাওলানা আলী হোসাইন,
বক্তারা উনাদের আলোচনায় মাওলানা লুৎফুর রহমান কে ক্ষণজন্মা একজন মনীষা হিসাবে অবহিত করেন, তিনি মোহ লোভ,লালসার উর্দে ইকামাতে দ্বীনের খেদমত করেন, রায়পুর আলীয়া মাদরাসায় ছাত্র জীবন থেকে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন, বাংলাদেশের ইসলামীক স্কলারদের মধ্যে তিনি অন্যতম, ওয়াজের ময়দানে তিনি অকুতোভয় দ্বীনের খাদেম ছিলেন, তার মৃত্যুতে ইসলাম প্রিয় জনতা একজন খাদেমকে হারালো,আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে মুনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্ত হয়।,