
ডেস্ক রিপোর্ট:
শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তিন রানে পরাজয়ের দুঃস্বপ্নকে পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। সেজন্য দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে হবে স্বাগতিকদের। আজ বুধবার (৬ মার্চ) সিলেট ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে দ্বিতীয় ম্যাচটি।
প্রথম ম্যাচে ২০৭ রানের টার্গেটে ব্যর্থ হয় টপ অর্ডাররা। তবে অভিজ্ঞ মাহমুদুল্লাহ’র ৩১ বলে ৫৪ ও তরুণ জাকের আলীর ৩৪ বলে ৬৮ রানে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিলো বাংলাদেশ। টাইগারদের হারটা হয় তিন রানে। এই শিক্ষা নিয়েই দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে নাজমুল শান্তর বাহিনী। প্রথম ম্যাচে বোলাররা শুরুতে ভালো বোলিং করলেও শেষ দিকে হতাশ করেছে। ঘুড়ে দাঁড়াতে ব্যাটিংয়েও উন্নতি করতে হবে।
প্রথম ম্যাচে টপ অর্ডারের চার ব্যাটসম্যান দ্রুত আউট হওয়ায় মিডল অর্ডারের ওপর বাড়তি চাপ পড়ে। মাহমুদুল্লাহ ও জাকের আলী ছাড়া অন্য ব্যাটাররা নিজেদের সেরা পারফরম্যান্স থেকে ছিলেন অনেক দূরে। দ্বিতীয় ম্যাচে লিটন দাস, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, সৌম্য সরকারদের দায়িত্ব নিয়ে খেলার বিকল্প নেই।
শ্রীলংকার বিপক্ষে ১৪ টি-টোয়েন্টি খেলে মাত্র চারটি জয় পেয়েছে বাংলাদেশ। হেরেছে ১০ ম্যাচে। লংকানদের বিপক্ষে এখনো টি-টোয়েন্টি সিরিজ জেতা হয়নি টাইগারদের।