
পবিত্র রমজান মাসকে সামনে রেখে আশুগঞ্জ বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারধর মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
এ শুক্রবার সকালে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাকের নেতৃত্বে উক্ত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আশুগঞ্জ বাজারের চক বাজার, মাছ বাজার, মাংসের বাজার, সবজি বাজার পরিদর্শন করা হয়। এসময় বাজার মনিটরিংয়ে দায়িত্বে থাকা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্যাস্ট শ্যামল চন্দ্র বসাক প্রত্যেক দোকানীকে পণ্যের সঠিক মূল্য তালিকা প্রর্দশন ও গুণগত পণ্য বিক্রয় করার নির্দেশ প্রদান করেন। পুরো রমজান মাস জুড়ে প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হবে বলে জানান।এসময় মেসার্স মকবুল স্টোরে মূল্য তালিকা না থাকায় মেসার্স মকবুল হোসেন ষ্টোরকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।বাজার মনিটরিংয়ে আরো উপস্থিত ছিলেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদ, এস আই জসীম উদ্দিন,বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ছাড়াও প্রশাসনের অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।