
পুলিশের মাসিক “ওপেন হাউজ ডে” বৃহস্পতিবার মদন পৌর শহরের নতুন বাসষ্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয়েছে। পুলিশের সাথে জনসাধারণের আইনশৃঙ্খলা বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনার এই মাধ্যমটি সমাজের বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড নিয়ন্ত্রণে অনেক সুফল বয়ে আনছে। মদন থানা ওসি উজ্জল কান্তি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুরুজিৎ কুমার বৈশ্য, ওসি তদন্ত জাহাঙ্গীর আলম। উক্ত আলোচনা সভায় সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন।
এ সময় মদন থানায় কর্মরত পুলিশে কর্মকর্তাসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।