ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার
বসুন্ধরায় নারীর মরদেহ উদ্ধারে গিয়ে দুই মণ গাঁজা পেল পুলিশ
এবার মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার প্রতারক সিকদার লিটন
পহেলা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে: ডিএনসিসি প্রশাসক
সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান
ডালিয়ার ১৪ বিয়ে: প্রতারণা চলমান
কালিগঞ্জ পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা 

র‍্যাবের অভিযান: চার হাসপাতালে দালালচক্রের গ্রেফতার ৪২

রাজধানীর সরকাারি হাসপাতাল কেন্দ্রীক গড়ে ওঠা দালালচক্র নির্মূলের অভিযানে নেমেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকায় ৪টি হাসপাতালে শুরু হওয়া অভিযানে নারী ও পুরুষ মিলিয়ে মোট ৪২ জন দালালকে গ্রেফতার করেছে র‍্যাব।

এছাড়াও সর্বোচ্চ এক মাসের জেল ও সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্রিফিংয়ে র‌্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ এ তথ্য জানান।

নাজমুল্লাহেল ওয়াদুদ বলেন,র‍্যাব দেশজুড়ে অনিয়ম রোধে কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় আজ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল,হৃদরোগ হাসপাতাল,পঙ্গু হাসপাতাল ও শিশু হাসপাতালে র‍্যাব ২ এর পক্ষ থেকে অভিযান চালানো হয়। অভিযানেএ মূল্য উদ্দেশ্য দালাল নির্মূল করা।

তিনি বলেন, দালাল চক্রের মাধ্যমে দেশের বিভিন্ন থেকে আগত হাসপাতালে রোগীদের হয়রানি করা হয়। আমরা জানতে পেরেছি যে রোগীরা যখন হাসপাতালে প্রবেশ করেন তখন দালালরা তাদের টার্গেট করেন এবং পিছু নেন। রোগীদের বোঝানো হয় যে এখানে ভালো ডাক্তার নেই, চিকিৎসা নেই। এসব বলে তাদেরকে বাইরের প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন,এছাড়া রোগীরা যখন ডাক্তার দেখিয়ে চেম্বার থেকে বের হন, তখন এই দালালরা জোর করে প্রেসক্রিপশনটা নিয়ে তার ছবি তোলেন। এসবের ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি। দালালরা দেখে যে ডাক্তাররা তাদের টার্গেট দেয়া ওষুধ লিখেছেন কিনা। তারা রোগীদের বাইরে যেসব ডাক্তারদের কাছে নিয়ে যায়, তাতে বিভিন্ন সময়ে ভূল চিকিৎসার ফলে মৃত্যুর মতো ঘটনাও ঘটে। আমরা চাই প্রাইভেট হাসপাতালের এসব দৌরাত্ম বন্ধ হোক এবং সরকারি হাসপাতালের যে এজেন্ডা তা বাস্তবায়ন হোক।

তিনি আরো বলেন, আমরা অভিযান চালিয়ে হৃদরোগ হাসপাতাল থেকে ১২ জন, সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ১৮ জন, শিশু হাসপাতাল থেকে ৪ জন ও পঙ্গু হাসপাতাল থেকে ৫ জন দালালকে আটক করেছি। যাদেরকে ইতিমধ্যে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

গ্রেফতারকৃতদের সর্বোচ্চ এক মাসের জেল ও সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানার আওতায় আনা হয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ