
দিনাজপুর জেলার বিরামপুরে পৌর এলাকায় উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকালে দেবীপুর উচ্চ বিদ্যালয় চত্বরে ভোটারদের হাতে স্মার্ট আইডি কার্ড তুলে দিয়ে স্মার্ট আইডি কার্ড বিতরণের শুভ উদ্বোধন করেন বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আক্কাস আলী।
এসময় বিরামপুর উপজেলা নির্বাচন অফিসার খন্দকার মোহাম্মদ আলী, দেবীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, সহকারি প্রধান শিক্ষক মামুনুর রশিদসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এবিষয়ে বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আক্কাস আলী বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে তৃতীয়বারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং ১১ দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক এর দিক-নির্দেশনায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভোটারদের স্মার্ট কার্ড প্রদান করা হয়েছে।
বিরামপুর উপজেলা নির্বাচন অফিসার খন্দকার মোহাম্মদ আলী জানান, বিরামপুর পৌরসভার ১-৯ টি ওয়ার্ডে পর্যায়ক্রমে আগামী (৪ মার্চ) বিকেল ৪টা পর্যন্ত এই স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হবে।