
পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে দেবীগঞ্জ উপজেলার চেংঠিহাজরা ডাংগা ইউনিয়নে একটি ব্রিজের নিচে থেকে মানসিক ভারসাম্যহীন আঞ্জয়ারা (৫০) নামে একটা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে কাজে গিয়ে স্থানীয়রা ব্রিজের নিচে লাশ পরে থাকতে দেখলে পুলিশের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরতহাল শেষে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত আঞ্জুয়ারা বেগম ঠাকুরগাঁও সদরের আব্দুল হালিমের মেয়ে।
সে মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে ছিলেন বলে স্থানীয় সুত্রে জানা যায়। পুলিশ জানায়, লাশ উদ্ধারের পরে তেমন কিছু পাওয়া যায়নি। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।