
দক্ষিণ রাউজানে পূর্বগুজরাস্হ সাধক শ্রী শ্রী রঘুনন্দন চৌধুরী”র ৩৯৮ তম আবির্ভাব বার্ষিকী মহোৎসব উদযাপন উপলক্ষে শ্রীশ্রী গীতাপাঠ প্রতিযোগিতা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ষোড়শ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তণ দেশ ও মানব জাতির মঙ্গল কামনা সম্পুর্ন হয়।প্রধান অতিথি জননেতা জনাব এ বি এম ফজলে করিম চৌধুরী (এম পি) মহোদয়, সভাপতি, রেল পথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্বাস উদ্দিন আহমেদ,চেয়ারম্যান ১০ নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদ লায়ন সাহাবুদ্দিন আরিফ (বি এ), চেয়ারম্যান ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ শ্যামল কুমার পালিত , সাধারণ সম্পাদক, অন্নদাঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ পরিচালনা পরিষদ সভাপতিত্ব করেন জ্যােতির্ময় চৌধুরী কাজল,সভাপতি,দশভুজা ও সাধক রঘুনন্দন চৌধুরী’র পরিচালনা পরিষদ ম্যালকম চক্রবর্ত্তী,সাধারণ সম্পাদক, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদ আশুতোষ মহাজন, সাধারণ সম্পাদক,দশভুজা ও সাধক রঘুনন্দন চৌধুরী’র পরিচালনা পরিষদ, চন্দন বিশ্বাস, সভাপতি,রাউজান জন্মাষ্টমী পূজা উদযাপন পরিষদ। ধনা মালাকার ( ভুলু), সভাপতি নোয়াপাড়া তরুণ সংঘ কার্যকরী পরিষদ। মৃদুল দাশ গুপ্ত, সহ সভাপতি, দশভুজা ও সাধক রঘুনন্দন চৌধুরী’র পরিচালনা পরিষদ ক্যাপ্টেন রঞ্জন চৌধুরী, সহ সভাপতি, রুবেল বৈদ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদ কানু রাম দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক, দশভুজা ও সাধক রঘুনন্দন চৌধুরী’র পরিচালনা পরিষদ সত্য রঞ্জন দাশ,সন্তোষ দাশ, সুমন্ত নন্দী, সমীর দত্ত, দেবুপ্রসাদ মহাজন,তরুন তপন নন্দী,শিমুল কান্তি দে,বিশ্বনাথ মহাজন,প্রনব কান্তি দাশ,রিটন মহাজন, আশিষ চক্রর্বত্তী,তপন বৈদ্য, বিজয় দে,রিটন দে, লিটন বৈদ্য,বাবুল নন্দী,বিকাশ দাশ, কার্তিক দত্ত,অরবিন্দু বৈদ্য,সত্যব্রত দাশ,প্রকৌশলী রাসেল মহাজন,তপন সেন,সুত্তম মহাজন ডাঃ ইন্দিরা চৌধুরী , শিমুল কান্তি দাশ, রাজীব দে,রতন কান্তি দে,পলাশ কান্তি দাশ,চন্দন আচ্যার্য। এতে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মঠ মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যকরী কমিটির সদস্য বৃন্দ।