
আত্রাইয়ে যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁ জেলা আত্রাই উপজেলার ৮নং হাটকালুপাড়া ইউনিয়নের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক সরকার ও সহকারী শিক্ষক মোঃ ইবনে সিনা সরকার ছনি এর নেতৃত্বে অমর একুশে ফেব্রুয়ারি উদযাপনের প্রথম প্রহরে শত শত শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ে নির্মিত শহীদ মিনারে পুষ্প অর্পণ ও এক বিশাল রালি করা হয়।রালিতে বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয় এর অন্যান্য শিক্ষক কর্মচারীবৃন্দও অংশগ্রহণ করেন। সবশেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল শেষে তাবারক বিতরণের মধ্য দিয়ে অমর একুশের কর্মসূচি সমাপ্ত করা হয়।