
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ন্যাশনাল চিলড্রেন টাক্সফোর্স এনসিটিএফ ও সেচ্ছাসেবী সংগঠন গ্রিন পিস সোসাইটি বেতাগী উপজেলা ২১ শে ফেব্রুয়ারি ২০২৪ সকাল সাড়ে সাতটায় রেলি ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানায় সকাল সাড়ে আটটা থেকে প্রতিযোগিতা শুরু হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ন্যাশনাল চিলড্রেন টাক্সফোর্স এনসিটিএফ ও সেচ্ছাসেবী সংগঠন গ্রিন পিস সোসাইটি বেতাগী উপজেলা ২১ শে ফেব্রুয়ারি ২০২৪ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে বেতাগী এনসিটিএফ ভলান্টিয়ার মোঃ খাইরুল ইসলাম মুন্না তাঁরই নির্দেশনায় সব ধরনের কর্মসূচি প্রনয়ণ করা হয়। ভোর হতে না হতেই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি কার্যনিবাহী কমিটির সকল সদস্যরা পুষ্পাঞ্জলি নিবেদনের পর শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুদ্ধ বাংলা লেখা, চিত্র অংকন, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা এনসিটিএফ এর সভাপতি মোঃ আরিফুল ইসলাম মান্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মাহমুদা খানম।
সাধারণ সম্পাদক তাকওয়া তারিন নুপুর’র ও সহ সভাপতি মাহমুদ হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন বেতাগী প্রেসক্লাব এর সভাপতি সাইদুল ইসলাম মন্টু, নাগরিক ফোরামের সভাপতি লায়ন মোঃ শামীম শিকদার , বেতাগী প্রেসক্লাব এর সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খাইরুল বিশ্বাস , গ্রিন পিস সোসাইটি কর্যনিবাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের সবশেষে ছিল প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ ও শহীদের প্রতি দোয়া ও আলোচনা সভা