
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে ৪০ হাজার মিটার জাল ৪৩ কেজি মা ইলিশ মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ।
বুধবার (২৫ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়ের অভিযানে এসব জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত মা ইলিশ স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ এবং জাল সুগন্ধা নদীর কিনারায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত ৪০ হাজার মিটার জলের মূল্য প্রায় ৮ লক্ষ টাকা।
মা ইলিশ মাছ বিতরণ করা স্থানীয় এতিমখানায় গুলো হলো আব্দুল ওয়াজেদ আলী ইসলামী কমপ্লেক্সে ২০ কেজি। নূরে মদিনা তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ৮ কেজি এবং লেশপ্রতাপ কারিমীয়া আজিজীয়া হাফিজি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংএ ১৫ কেজি বিতরণ করা হয়েছে।
এ বিষয় ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, মা ইলিশ রক্ষার অভিযান ঝালকাঠিত ২৪ ঘন্টা চলছে। জেলেরা মোবাইল কোর্টের বোট দেখে নদীতে জাল ফেলে পালিয়ে যায় তাই তাদের আটক করা সম্ভব হয় না।