
খুলনা ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, খেলা ধুলার মাধ্যমে যুবসমাজের সুস্থদেহ ও মস্তিষ্কের বিকাশ ঘটে। খেলাধুলার মাধ্যমে যুব ও ছাত্র সমাজ মাদকের করাল গ্রাস থেকে মুক্তিপায়।
এ কারণে বিশ্বের শ্রেষ্ঠ রাস্টনায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের প্রতিটি কোনায় কোনায় খেলাধুলার পরিবেশ সৃষ্টির জন্য খেলার মাঠ এবং ক্রীড়া উপকরণ বিতরণ করে খেলা ধুলার পরিবেশ সমুন্নত করেছেন। তিনি ১৮ ফেব্রুয়ারী চতুর্থ অধ্যক্ষ আলমগীর কবীর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
রূপসা উপজেলার কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিকেল ৩ টায় অনুষ্ঠিত খেলার সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক শেখ মাফতুন আহমেদ রাজা। সঞ্চালনা করেন বয়রা মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমাদুল কবীর চাইনিজ। খেলায় শহীদ মনসুর স্মৃতি একাদশ বনাম তেরখাদা একাদশের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বীতা মুলক খেলায় মনসুর স্মৃতি একাদশ ১ – ০ গোলে তেরখাদা একাদশকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
একমাত্র গোলটি করে বিজয়ী দলের ৭ নং জার্সি পরিহিত হৃদয়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনূর জাহান, রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত কবীর। আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএম মুজিবুর রহমান, সদস্য ফ,ম আঃ সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জামিল খান, সাবেক ফিফা রেফারী, ডেপুটি চেয়ারম্যান বা,ফু,ফে তৈয়ব হাসান সামছুজ্জামান, সাবেক ফিফা রেফারী এ মনসুর আজাদ, সাবেক সহকারী ফিফা রেফারী রবিউল ইসলাম পলাশ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের, তেরখাদা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান কবির প্যারিস, মোর্শেদুল আলম বাবু, সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যমল কুমার দাশ, ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, দপ্তর সম্পাদক আক্তার ফারুক, ক্রীড়া সংগঠক মোল্যা দেলোয়ার হোসেন দিলু, বাবলু কুমার আশ, মাইনুল ইসলাম টুটুল, বিনয় কৃষ্ণ হালদার, শেখ মইনুদ্দিন, জুলফিকার আলী, জি এম কামরুজ্জামান, এম এ মালেক, ইলিয়াস হোসেন, মোঃ ফরিদ আহম্মেদ,ছাত্রলীগ নেতা অঞ্জন, কাজল, হুমায়ুন প্রমুখ। খেলা পরিচালনায় ছিলেন কামাল আহম্মেদ, মনির আহম্মেদ ঢালী, আজিজুর রহমান বাবলু, বাশির আহম্মেদ লালু। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন একমাত্র গোল দাতা হৃদয়।