
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন’র সাথে মহিপুর প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৫ অক্টোবর) দুপুর ১২ টায় মহিপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মাহতাব হাওলাদার’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃজাহাঙ্গীর হোসেন। এসময় মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ খাঁন রাব্বি ,প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মনিরুল ইসলাম সহ প্রেসক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।
মানবিক কাজে বিশেষ অবদানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা কে সন্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন প্রেসক্লাবের সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করে।বর্তমান সময়ে গনমাধ্যম ছাড়া আমরা কিছুই চিন্তা করতে পারিনা।সংবাদকর্মীরা সমাজের অসংগতি দূরীকরণে অগ্রনী ভূমিকা পালন করে।এসময় তিনি মহিপুর প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে পাশে থেকে সহযোগিতা করার প্রত্যয় ব্যাক্ত করেন।