
ডেস্ক রিপোর্ট: ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আইচায় চুরির মামলায় ১ বছর দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. হোসেনকে (৫২) গ্রেফতার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।
১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৮ টা ৩০ মিনিটের সময়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা থানার (ওসি) সাঈদ আহমেদের নেতৃত্বে এ এস আই সাইফুল ইসলাম, মো. জসিম ও কনস্টেবল লিংকনসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে ২৪ বছর পালিয়ে থাকার পর আসামি হোসেনকে শশীভূষণ থানার এয়াজপুর ইউনিয়নে এক আত্মীয় বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হোসেন চরমানিকা ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ড়ের মজিবুল হকের ছেলে। তাকে চুরির মামলায় আদালতে ১ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের ওই রায়ের পর তিনি ২৪ বছর পলাতক ছিলেন।
জানা গেছে , আসামি মো. হোসেন দীর্ঘদিন পর্যন্ত পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সি আর-১৯২/৯৮ মামলার দণ্ডপ্রাপ্ত গ্রেফতাররি পরোয়ানা ছিল। সেই সূত্র ধরেই বৃহস্পতিবার রাতে গ্রেফতাররের পর ১৬ ফেব্রুয়ারি শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।