
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশি ইউনিয়নের ২নং ওয়ার্ডের প্রত্যন্ত চর অঞ্চলে অবস্থিত পশ্চিম চরঘাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ স্কুল ভবনের ১ কোটি ২৪ লক্ষ টাকা টেন্ডারের নির্মাণ কাজ নিয়ে গড়িমসির অভিযোগ উঠেছে ঠিকাদার বিএনপির সাবেক ছাত্রদল নেতা আরমান মুন্সীর বিরুদ্ধে।
এবিষয়ে স্কুল প্রতিষ্ঠাতা ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জালাল খান সহ স্থানীয় প্রায় শতাধিক লোকজন অভিযোগ তুলে বলেন, ” ২০১১ সালে আব্দুস সোবহান মাস্টার ও জালাল খান এই স্কুল টি প্রতিষ্ঠা করেন।
স্কুল টি জাতীয় করণ হওয়ার অনেক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হয়নি পাঠদানের উপযোগী কোন ভবন। এই বিদ্যালয়ে প্রায় দুইশত এর অধিক শিক্ষার্থী রয়েছে। জরাজীর্ণ ছোট একটি টিনের ঘরে কয়েকটি কক্ষে পাঠদান করা হয়। শিক্ষার্থী সংখ্যা অধিক হওয়ায় বিদ্যালয়টিতে পাঠদান ব্যাহত হচ্ছে।
তারা আরও বলেন, “স্কুল ভবনের জন্য সরকারি টেন্ডার দেওয়া হয়েছে ২০২২ সালে, সেই টেন্ডার পান ঠিকাদার ছাত্রদল নেতা আরমান মুন্সী। টেন্ডারের দুই বছর গত হয়ে গেলেও যোগাযোগ ব্যবস্থা চারদিক দিয়ে ভালো থাকা সত্বেও যোগাযোগ ব্যবস্থা ভালোনা সহ নানা অজুহাত দেখিয়ে ভবনের নির্মাণ কাজ নিয়ে গড়িমসি করেছেন ঠিকাদার আরমান মুন্সী। তারা আরও বলেন, প্রতিষ্ঠাতা সোবহান মাস্টার এপর্যন্ত ১০ থেকে ১২ বার স্কুল ভবন নির্মাণ কাজ দ্রুত করার জন্য যোগাযোগ করলেও নয়ছয় বলে এখন পর্যন্ত কাজটি শুরু করছে না। আদৌ করা হবে কিনা এ নিয়ে শঙ্কা রয়েছে। কারণ, এর পূর্বে এই স্কুলে একটি সাইক্লোন সেন্টার পাস হলেও সেই কাজ নিয়ে এভাবে গড়িমসি করেন অন্য এক ঠিকাদার পরে সেই সাইক্লোন সেন্টারটি এখান থেকে সড়িয়ে নেওয়া হয়েছে। ”
এবিষয়ে ঠিকাদার আরমান মুন্সী মুঠোফোনে বলেন, ” যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় কাজ করতে দেড়ি হচ্ছে। তবে শীঘ্রই ভবনের নির্মাণ কাজ শুরু করব বলে ফোন কেটে দেন।”
এ বিষয়ে রায়পুর উপজেলা (এলজিইডি) এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুমন মুন্সী বলেন, ” আমি একটু বিজি আছি এবিষয়ে পরে কথা বলবো। ”