
মাদক নয়, মৃত্যু নয়, মাদক মুক্ত জীবন চাই এই প্রত্যয়ে কুড়িগ্রাম জেলা কারাগারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ,পুলিশ সুপার আল আসাদ মো.মাহফুজুল ইসলাম, সিভিল সার্জন মো.মন্জুর এ মুর্শেদ, পৌর মেয়র মো.কাজিউল ইসলাম,জেলা সুপার মো.শফিকুল আলম, ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.আবু জাফর।
মাদকবিরোধী সভায় উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলে মাদকমুক্ত কুড়িগ্রাম গড়তে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার অনুরোধ করেন।
ডিআই/এসকে