
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় নিজ গাড়ি পাহাড়টিলারের চাপায় দুর্ঘটনায় নিহত এক যুবক।১৪ ফেব্রুয়ারী (রোজ বুধবার) দুপুর ১টার দিকে সুজন স্বপন (২৮) নামে এক যুবকের এই দূর্ঘটনা
ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুজন স্বপন নিজ পাহাড় টিলা দিয়ে উপজেলার দানারদোল ঘাট সংলগ্ন এলাকায় পাডহাড়টিলা দিয়ে মাটি টানার কাজ করতেছিলো। হঠাৎ মাটি নিয়ে যাওয়ার সময় সড়কের উঁচু নিচু জায়গা অতিক্রম করতেই হঠাৎ নিজ গাড়ি উল্টে গাড়ির চাপায় গুরুতর আহত হয়।পরে এলাকার লোকজনের সহযোগিতায় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশংকাজনক অবস্থায় ভর্তি করালে এসময় কর্তব্যরত চিকিৎসক অবস্থার পরিবর্তন না দেখে নোয়াখালী জেনারেল হাসপাতালে রেপার করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী গেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।নিহত সুজন স্বপন ৯নং বুড়িরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা, রেজু মাঝির মেঝো ছেলে ।আজ ১৫ ফেব্রুয়ারি সকাল দশটায় উপজেলার বুড়িরচর ইউনিয়নের হাতিয়া ডিগ্ৰী কলেজ মাঠে জানাজার নামাজ শেষে দাপন সম্পন্ন হয়েছে।