ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার
বসুন্ধরায় নারীর মরদেহ উদ্ধারে গিয়ে দুই মণ গাঁজা পেল পুলিশ
এবার মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার প্রতারক সিকদার লিটন
পহেলা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে: ডিএনসিসি প্রশাসক
সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান
ডালিয়ার ১৪ বিয়ে: প্রতারণা চলমান
কালিগঞ্জ পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা 

কয়রায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

দক্ষিণ খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের ঐতিহ্যবাহী বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদ্রাসার আয়োজনে জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দুই দিন ব্যাপী  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায়  মাদ্রাসার মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত, শপথ বাক্য পাঠ, জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন সুচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ইসমাইল হোসেন বাবলু। ক্রীড়া শক্তি ক্রীড়াই বল, শিক্ষা নিয়ে গড়বো দেশ,এই স্লোগানকে সামনে নিয়ে মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাচ পাস্ট, কুচকাওয়াজ,শারীরিক কসারত, ডিসপ্লে প্রদর্শনে শিক্ষার্থীরা দর্শক মাতায়। পরবর্তীতে  দীর্ঘ লাফ, উচ্চ লাফ, দৌড়,চেয়ার সিটিং,মোরগ লড়াই সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। সিনিয়র শিক্ষক মোক্তার হোসেনের সার্বিক পরিচালনায় ইভেন্ট পরিচালনার দায়িত্ব পালন করেন মাষ্টার শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মনিজুর রহমান, আইসিটি শিক্ষক আব্দুর রউফ, বাবু কুমারেশ চন্দ্র, মাষ্টার আব্দুস সালাম,মাওঃ আব্দুস ছালাম, মাওঃ নজরুল ইসলাম, ক্বারী নূরুল হক, সাবিনা ইয়াসমিন, মাকসুদুর রহমান।

প্রতিষ্ঠানের সুপার মাওঃ এ কে এম আজহারুল ইসলামের উপস্থিতিতে ইসমাইল হোসেন বাবলুর সভাপতিত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় পবিত্র কুরআন তেলাওয়াত,হামদ,নাত, কবিতা আবৃত্তি,ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজো মুক্তিযুদ্ধাদের মায়ের ভূমিকায় অসাধারণ অভিনয়সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে শিক্ষার্থীরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক সভাপতি মার্জন আলী ঢালী। সিনিয়র শিক্ষক মোক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সভাপতি ইসমাইল হোসেন বাবলু। তিনি প্রতিযোগীদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে।

খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। ক্রীড়ার মাধ্যমে খেলোয়াড় সুলভ মনোভাব তৈরির দ্বার উন্মুক্ত হয়। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে।তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চেতনায় নিজদেরকে গড়ে তুলতে হবে। প্রতিষ্ঠানের সুপার কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,, সুখী সমৃদ্ধ জাতি গঠনে পড়াশোনার পাশাপাশি দৈনন্দিন খেলাধুলা করা অত্যন্ত উপকারী। এতে শরীর মন ভালো থাকে।

শারীরিক ও মানসিক ভাবে সুস্থ সবল রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, তোমরা যারা পুরস্কার পেতে ব্যার্থ হয়েছো আগামীতে ভালোভাবে অনুশীলন করে বিজয় অর্জন করবে। সারাদিন ব্যাপী এই ক্রীড়া অনুষ্ঠানে অংশ নিয়ে যারা মনোনিত হয়েছে তাদের সবাইকে অভিনন্দন জানান। অনুষ্ঠান শেষে সভাপতি বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন।

শেয়ার করুনঃ