
উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) পটুয়াখালী জেলা কমিটির নির্বাচন-২০২৩ইং সম্পন্ন হয়েছে।১০ ফেব্রুয়ারী শনিবার স্কাউট ভবন,পুুুুরাতন জেলখানা সড়ক পটুয়াখালীর হল রুমে বেলা ১২ টায় এ ভোট গ্রহণ অনুুুষ্ঠান শুরু হয়ে দুুুুপুর ৩ টায় শেষ হয়। জানা গেছে, উক্ত নির্বাচনে সভাপতি পদে- মোঃ গোলাম কিবরিয়া দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে (৪৫)ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী যাদব কুমার দত্ত আনারস প্রতীক নিয়ে পেয়েছেন (২৭) ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে- এস. এম, আবুল হাসানাত টিটু মাছ প্রতীক নিয়ে (৪১) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রাকিব হোসাইন কলম প্রতীকে পেয়েছেন (৩১) ভোট। কোষাধ্যক্ষ পদে – মোঃ ফরিদ উদ্দিন তালাচাবি প্রতীক নিয়ে (৪২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রবীর কুমার টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন (৩০) ভোট। এ দিকে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে-নির্বাচিত হয়েছেন মোঃ মিজানুর রহমান। এ নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করছেন উক্ত নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মরিচ বুনিয়া ইউপির সচিব মোঃ মিজানুর রহমান ও সদস্য আদাবাড়িয়া ইউপির সচিব মোঃ কাওসার আহমেদ, লতাচাপলী ইউপির সচিব মোঃ রাশেদ নিজাম,২ নং মির্জাগঞ্জ ইউপির সচিব পরান কুমার দত্ত,গোলখালী ইউপির সচিব মোঃ রমিজ উদ্দিন,গজালিয়া ইউপির সচিব মোঃ হুমায়ুন কবির, কাছিপাড়া ইউপির সচিব মোঃ সৈয়দ আবুল কালাম ও কালিকাপুর ইউপির সচিব মোঃ সোহাগ খান।