ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
শিক্ষা বিষয়ক বিশেষ প্রবন্ধ: শিক্ষার্থীদের জীবন গঠনে শৃঙ্খলাবোধ
পাঁচবিবিতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ
আত্রাইয়ে ১ হাজার ৮’শত কৃষককে বিনামূল্যে প্রনোদনার সার ও বীজ বিতরণ
চৌমুহনীতে হাজী কাচ্চি বিরিয়ানি হাউজের বিরুদ্ধে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ
কালিয়ায় সেনা অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা সহ আটক ৬
পাবিপ্রবির নির্মাণাধীন ভবন থেকে অর্ধগলিত এক আনসার সদস্যদের লাশ উদ্ধার
কবরস্থান দখল করে দালান নির্মাণের অভিযোগ
দৈনিক খবরের আলোর অফিসের সামনে সন্ত্রাসীদের মহড়া
ঘুরতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পৈত্রিক সম্পত্তির দ্বন্দ্বে ভাতিজার হাতে চাচা খুন

সাভারের আশুলিয়া এলাকার ব্যবসায়ী ও ঠিকাদার কাজিমুদ্দিন হত্যার অভিযোগে তারই ভাতিজাকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব বলছে,ভুক্তভোগী কাজিমুদ্দিনের সঙ্গে তায়ার ভাতিজা লতিফের সঙ্গে পৈত্রিক সম্পত্তি অংশীদারিত্ব নিয়েদীর্ঘদিন ধরে বিরোধ ছিলো। এই বিরোধের জেরেই হত্যার শিকার হন কাজিমুদ্দিন।

গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ভিকটিমের ব্যবহৃত ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শুক্রবার ( ৯ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কাওরানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এ তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন,গত বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টায় সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় লিপি ডেইরী ফার্মের বিশ্রাম রুম থেকে ফার্মটির মালিক কাজিমুদ্দিনের (৫০) গলাকাটা লাশ উদ্ধার করে আইন-শৃঙ্খলা বাহিনী। নিহতের আত্মীয় স্বজন ও স্থানীয়রা এটি নির্বাচন পরবর্তী সহিংসতা ধারণা করে বিভিন্ন গণমাধ্যমে একটি রাজনৈতিক হত্যাকান্ড বলে খবর প্রকাশিত হয়।

ওই হত্যাকান্ডের ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে আশুলিয়া থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরেই গত রাতে র‌্যাব-৪ একটি দল ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

তিনি বলেন,জিজ্ঞাসাবাদে গ্রেফতার আব্দুল লতিফ জানায়,সে কাজিমুদ্দিনের বড় ভাইয়ের ছেলে। তার বাবা মৃত্যুবরণ করার পর থেকেই সে তার চাচাদের সাথে বসবাস করতো। লতিফের পৈত্রিক সম্পত্তি অংশীদারিত্ব নিয়ে ভিকটিম চাচার সঙ্গে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল তার। বিষয়টি নিয়ে প্রায় সময় তাদের মধ্যে বাকবিতন্ডা হতো।

এরই ধারাবাহিকতায় গত ৬ ফেব্রুয়ারি রাতে ডেইরি ফার্মের বিশ্রাম রুমে থাকার উদ্দেশ্যে অবস্থান করছিলেন কাজিমুদ্দিন।

পরবর্তীতে রাতে লতিফ ডেইরী ফার্মে এসে তার পৈত্রিক সম্পত্তির ভাগাভাগি নিয়ে কথা বললে আবারও বাকবিতন্ডার সৃষ্টি হয়। বাকবিতন্ডার একপর্যায়ে লতিফ উত্তেজিত হয়ে রুমের ভেতরে থাকা বটি নিয়ে চাচা কাজিমুদ্দিনের গলায় কোপ দিয়ে হত্যা করে।

খন্দকার আল মঈন বলেন, লতিফ হত্যার ঘটনাটি যেন কেউ বুঝতে না পারে সেজন্য তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে ফার্মের রুমের দরজা তালা দিয়ে এবং হত্যাকান্ডে ব্যবহৃত বটি পাশের রুমে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ৭ ফেব্রুয়ারি ফার্মের কর্মচারী গরুর ওষুধ নেওয়ার জন্য চাবি নিয়ে দরজা খুলে রুমের ভেতরে গলাকাঁটা নিথর দেহ ঘরের বিছানার উপরে দেখতে পায়। হত্যাকান্ডের কথা এলাকায় ছড়িয়ে পড়লে গ্রেফতারকৃত লতিফ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার এড়াতে সাভারের আশুলিয়া এলাকায় আত্মগোপন করে। আত্মগোপনে থাকা অবস্থায় র‌্যাব তাকে গ্রেফতার করে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ