
ডেস্ক রিপোর্ট : টঙ্গীর তুরাগ তীরে আম বয়ানের মধ্য দিয়ে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আগামী রবিবার (১১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে যেকোনো সময় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৭তম বিশ্ব ইজতেমা শেষ হবে।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়। আজ দ্বিতীয় পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম দিন হওয়ায় ইজতেমা ময়দানে পবিত্র জুমার নামাজ অনুষ্ঠিত হবে। জুমার নামাজে দেশি-বিদেশিসহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন।
বুধ ও বৃহস্পতিবার থেকে দ্বিতীয় পর্বে অংশ নেওয়া দেশের ৬৪টি জেলার মুসল্লিরা টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে এসে অবস্থান নিচ্ছেন। তার মধ্যে অনেক মুসল্লি ময়দানের ভেতরে নিজ নিজ খিত্তায় গিয়ে অবস্থান নিয়েছেন। টঙ্গী ইজতেমা মাঠে সুবিশাল চটের তৈরি প্যান্ডেলের নিচে দেশি-বিদেশি ধর্মপ্রাণ মুসল্লিদের আগমন বেড়েই চলেছে।
শুক্রবার বয়ান করবেন যারা : ফজরের পরে বয়ান করেন মাওলানা ইলিয়াস বিন সাদ। তা বাংলায় তরজমা করেন মাওলানা মনির বিন ইউসুফ। সকাল ১০টায় ভারতের মাওলানা ইলিয়াস তালিমের মৌজু, জুমার আগে জুমার ফাজায়েলের ওপর ১০ মিনিট বয়ান করবেন মাওলানা মনির বিন ইউসুফ। জুমার পরে বয়ান করবেন শেখ মোফলে (আরবি), তা বাংলায় তরজমা করবেন মাওলানা শেখ আব্দুল্লাহ মনসুর। আসরের পরে বয়ান করবেন মাওলানা মোশাররফ। মাগরিবের পরে বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ, বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাশেম।
রবিবার আখেরি মোনাজাতে সারা বিশ্বের সব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, সমৃদ্ধি, কল্যাণ, ইহকাল, পরকাল, মুক্তি, হেদায়েত, রহমত, মাগফিরাত, নাজাত, দেশ ও জাতির কল্যাণ এবং মানবতার শান্তি কামনা করবেন বলে জানান নিজামুদ্দিনের অনুসারী মূলধারা তাবলীগ জামাত বাংলাদেশ-এর সমন্বয়ক মোহাম্মদ সায়েম।
গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মাহবুব আলম জানান, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও পাঁচস্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ, গোয়েন্দা (ডিবি) পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইজতেমা মাঠ ও আশপাশে দায়িত্ব পালন করছেন।