
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় যথাযোগ্য র্মযাদায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ফিতা কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।এদিন সকাল ১০টা ১০ মিনিটে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকাল ১০টা ১৫ মিনিটে কেন্দ্রীয় গ্রন্থাগারের দ্বিতীয় তলায় ডিজিটাল রির্সোস একসেস সেন্টারের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র
সামন্ত।সকাল সাড়ে ১০টায় টিএসসি অডিটোরিয়ামে গ্রন্থাগারিক পঙ্কজ কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয়.বিশ্ববিদ্যালয়ের ডিন, আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানী প্রফেসর ড. মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক,
র্কমর্কতা, শির্ক্ষাথী ও র্কমচারীরা উপস্থিত ছিলেন।জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৪ এর সম্মানিত মূখ্য আলোচক মহোদয়: প্রফেসর ড. নাসির উদ্দিন মিতুল’কে সম্মাননা স্মারক প্রদান করেন পবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।