
মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের জেরে এখন পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপি,সেনা সদস্য,কাস্টমস কর্মী ও সাধারণ নাগরিকসহ মোট ২২৯ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতর বিষয়টি নিশ্চিত করেছে।
বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, এ নিয়ে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি ) সকাল পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যের সংখ্যা ২২৯ জনে দাঁড়িয়েছে।
তিনি বলেন, এখানে শুধু বিজিপি সদস্য নয়, সেনা বাহিনীর সদস্য, কাস্টমস সদস্য ও আহত মিয়ানমারের সাধারণ নাগরিক রয়েছে। এ মুহূর্তে কতজন আহত রয়েছে, বলা যাচ্ছে না। বিজিবি এদের হেফাজতে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
বিজিবি নাসাকা সদস্যদের নিরস্ত্র করে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ডিআই/এসকে