
বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরার বেতাগীতে শুভাগমন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সোমবার (৫ ফ্রেরুয়ারি) দুপুর ১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এমপি সুলতানা নাদিরা এমপি।এ সময় তিনি তার দেওয়া বক্তব্যে বলেন,‘অনিয়মের উর্ধ্বে থেকে জনপ্রতিনিধি কিংবা সরকারি কর্মকর্তা সকলকে ন্যায় নিষ্ঠতার সাথে মানুষের কল্যানে কাজ করতে হবে। কোন কাজে আমি দুই নম্বরি সহ্য করেবা না। অন্যায়ের সাথে কখনো আপোস করিনি ।আগামীতেও তা হবেনা। আল্লাহ আমাকে যা দিয়েছে তাতেই যথেষ্ঠ।অসৎ কিছু দিয়ে বাচ্চাদের মুখে ভাত চাইনা।’বেতাগী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমশিনার (ভূমি) বিপূল সিকদারের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ¦ এবিএম গোলাম কবির, বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফারজানা সবুর রুমকি, বেতাগী থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী শেখ তৌফিক আজীজ, ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, বেতাগী সরকারি কলেজের অধ্যাপক মাসুদুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা: নাহিদা ফারজাহানা শান্তা, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা জিএম অলি উল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিম আহম্মেদসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, গনমাধ্যম কর্মিসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।এর আগে বেতাগী উপজেলা পরিষদ, বেতাগী পৌরসভা ও উদীচী শিল্পী গোষ্ঠির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।