
রাজধানীতে চলাচলকারী আন্তঃজেলা ট্রাক, কভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায়কালে ৬ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। রাজধানীর কদমতলী থানার শ্যামপুর চিপস ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (০৫ ফেব্রুয়ারি) র্যাব-১০ এর অপ্স অফিসার উপপরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো, মো.সোহেল (৪৬), মো. রাকিব (২০),মো. রুবেল (২৯),মো. রবিউল হাসান (২২), মো. আল আমিন (২১) এবং মো. শাওন (২৫)।
আমিনুল ইসলাম বলেন, গতকাল (৪ ফেব্রুয়ারি) রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানার শ্যামপুর চিপস ফ্যাক্টরি এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এসময় আন্তঃজেলা ট্রাক, কভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করাকালীন ৬ জন চাঁদাবাজকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদা নগদ ৪ হাজার ৮০টাকা উদ্ধার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর কদমতলীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে