
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রেম ঘটিত বিষয়ের জেরে নেছার মিয়া মেয়ে সানজিদা আক্তার (১৩) নামে হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুণী।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। সানজিদা ওই এলাকার মাছ ব্যবসায়ী নেছার মিয়ার মেয়ে।পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নেছার মিয়ার মেয়ে সানজিদার সাথে একই এলাকার মৃত সাত্তার মিয়ার ছেলে ইয়াসিন নামের এক ছেলের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পরিবার মেনে না নেওয়ার কারণে অভিমান করে শনিবার সন্ধ্যায় হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া রেফার করেন। এ বিষয়ে সানজিদার চাচা মামুন বলেন, প্রেম ঘটিত বিষয়ের জেরে হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
সানজিদার চাচা ও রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবুল হোসেন জানান, বর্তমানে তাকে জেলা হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন।ইয়াসিনের খালা সালমা বেগম জানান, দুনিয়া জুইড়াই প্রেম করে, শুনেছি প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ার কারণে ও মেয়েটিকে মারধর করায় পরিবারের সাথে অভিমান করে হারপিক খেয়েছে।এ বিষয়ে সানজিদার বাবার নেছার মিয়ার সাথে কথা বলতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হননি।