
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ‘‘মা ইলিশ সংরক্ষণ’’ অভিযানে ৪০ লক্ষ মিটার জাল ও ১ টি কাঠের ট্রলারসহ ১৭ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
সোমবার (২৩ অক্টোবর ) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি জানান, ‘‘মা ইলিশ সংরক্ষণ’’ অভিযান-২০২৩ উপলক্ষে গত ১২ অক্টোবর হতে আগামী ২ নভেম্বর পর্যন্ত সর্বমোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ, বাংলাদেশ সরকারের এমন নীতি বাস্তবায়নের লক্ষে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক নোয়াখালী জেলার হাতিয়া থানার মেঘনা নদীর নিঝুম দ্বীপ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে ‘‘মা ইলিশ সংরক্ষণ’’ অভিযান অমান্য করে মৎস্য আহরণ চলাকালীন ১ টি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার, ৪০ লক্ষ মিটার জালসহ ১৭ জন জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেরা সকলেই ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা।
পরবর্তীতে আটককৃত জেলে, জব্দকৃত কাঠের ট্রলার এবং জাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাতিয়া কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ডিআই/এসকে