ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার
বসুন্ধরায় নারীর মরদেহ উদ্ধারে গিয়ে দুই মণ গাঁজা পেল পুলিশ
এবার মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার প্রতারক সিকদার লিটন
পহেলা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে: ডিএনসিসি প্রশাসক
সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান
ডালিয়ার ১৪ বিয়ে: প্রতারণা চলমান
কালিগঞ্জ পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা 

২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে আজ

ডেস্ক রিপোর্ট: ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে আজ। ২০ জানুয়ারি জমকালো উদ্বোধনী আয়োজনে শুরু হয়েছিল উৎসব। এবারে উৎসবের বিশেষ আকর্ষণ ছিলেন উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর। উপস্থিত ছিলেন উৎসবের মূল পৃষ্ঠপোষক সংসদ সদস্য শাহরিয়ার আলমও।

রাজধানীর জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে উদ্বোধন হয় এ আয়োজনের। অনুষ্ঠান শুরু হয় নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে। বাংলা সিনেমার পুরোনো দিনের কিছু কালজয়ী গানে নৃত্য পরিবেশন করেন শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা। উদ্বোধনী অনুষ্ঠানের পর ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম নির্মিত ও জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’ এবং বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজিত ও শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’ দিয়ে সিনেমা প্রদর্শনী শুরু হয়।

নয় দিনব্যাপী উৎসবে ৭৪ দেশের ২৫০টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। এবার ১০ বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেগুলো হলো এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম ও উইমেনস ফিল্ম বিভাগ।

সিনেমা প্রদর্শনী ছাড়াও এবারের উৎসবে বিশেষ আয়োজন হিসেবে ছিল মাস্টারক্লাস। সেগুলোয় অংশ নিয়েছেন ইরানের নন্দিত নির্মাতা মাজিদ মাজিদি, চীনের সাংহাই ফিল্ম অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ারম্যান শি চুয়ান, কলকাতার গুণী চলচ্চিত্রকার ও সংগীতশিল্পী অঞ্জন দত্ত। উৎসবে অংশ নিয়ে নিজের অভিব্যক্তি জানিয়ে অঞ্জন দত্ত প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ঢাকা চলচ্চিত্র উৎসবের মাস্টারক্লাসে অংশ নিয়ে আমি যারপরনাই আনন্দিত। এ জার্নিটা খুবই বিশেষ আমার জন্য। আমিও অনেক কিছু জেনেছি, শিখেছি। সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাকে আমন্ত্রিত করেছেন। খুব সুন্দর স্মৃতি হয়ে থাকবে এ আয়োজন।’

এদিকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় স্বস্তিকা মুখার্জি অভিনীত ‘বিজয়ার পরে’ সিনেমা। সেই সঙ্গে উৎসবের অংশ হিসেবে রবিবার স্বস্তিকা ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে আয়োজিত ‘উইমেন ইন সিনেমা’ বিষয়ক কনফারেন্সেও যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন স্বস্তিকা। বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেখানে ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর, মমতা শঙ্কর, পরিচালক সোহিনী ঘোষরাও। দেশ ছাড়ার আগে স্বস্তিকা বলে গেলেন, ‘এবার এসে বুঝলাম বাংলাদেশের মানুষ আমাকে কলকাতার চেয়ে বেশি ভালোবাসে। বাংলাদেশের দর্শকের ভালোবাসায় আমি আপ্লুত।’

এবার উৎসবে চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে বেশ কটি ভেন্যুতে। সেগুলো হলো জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, নৃত্যশালা মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তন। এসব মিলনায়তনের সব প্রদর্শনী বিনামূল্যে উপভোগ করে দর্শক।

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’Ñএ স্লোগানে উৎসবটির আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ। উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, ‘উৎসবটি করার জন্য আমাদের টিম বছর ধরে কাজ করেছে। বছরজুড়ে পরিশ্রমের প্রতিফলন আজ দেখা যাচ্ছে। শত প্রতিকূলতার মধ্যেও চেষ্টা করেছি একটা ভালো উৎসব দেওয়ার জন্য। আজ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান। সেখানে উৎসবে অংশ নেওয়া বিভিন্ন বিভাগের সিনেমা ও সংশ্লিষ্টদের পুরস্কৃত করা হবে। উপস্থিত থাকবেন গণ্যমান্য অনেকে। সবাইকে ধন্যবাদ যারা আমাদের এ আয়োজন সফল করতে নানাভাবে পাশে ছিলেন।’

আজ সন্ধ্যায় অতিথি, জুরি, বিদেশি নির্মাতা, প্রযোজকের উপস্থিতিতে ঘোষণা করা হবে উৎসবের বিজয়ী সিনেমা, তথ্যচিত্র, নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী ও চিত্রগ্রাহকের নাম।

প্রসঙ্গত, ১৯৭৭ সাল থেকে বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলনে সংশ্লিষ্ট রেইনবো চলচ্চিত্র সংসদ। আন্দোলনের অংশ হিসেবে ১৯৯২ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে

শেয়ার করুনঃ