
ডেস্ক রিপোর্ট : মেহেরপুর ডিবি পুলিশ পিতল সাদৃশ্য পুরোনো গ্রিক দেবীর মূর্তি, কৃষ্ণ মূর্তি, ঘোড়ার মূর্তি, হাড়ি ও বাক্স উদ্ধার করেছে। শনিবার রাত ৮টার দিকে মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে মুজিবনগর উপজেলার ভবানিপুর গ্রামের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের আন্তন মন্ডল ও বাবুপুর গ্রামের নজরুল ইসলাম নামের দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য মেহেরপুর ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
ডিবি পুলিশের ওসি সাইফুল আলম জানান, মুজিবনগর নাজিরাকোনা গ্রাম থেকে সদর উপজেলার টেংরামারি গ্রামে পিতল সাদৃশ্য বিভিন্ন মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে এমন খবর পাই।
এ খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ভবানিপুর গ্রামের ব্রিজ এলাকা থেকে দুজনকে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে পিতল সাদৃশ্য বিভিন্ন মূর্তি, হাড়ি ও বাক্স উদ্ধার করা হয়। পরে দুজনকে জিজ্ঞাসাবাদ জন্য কার্যালয়ে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে কোনো বেআইনি উদ্দেশ্য না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয় এবং মেহেরপুর সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়।আন্তন মন্ডল জানান, জমিতে চাষ করার সময় এগুলো পেয়েছি। টেংরামারি গ্রামের এক ব্যক্তিকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছিলাম।