
চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোডস্থ ২৪গার্ডেনভিউ পার্ক এন্ড রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুর তিনটায় বিশ্বজয়ী ইসলামি কোরানী হাফেজ তরিকুল ইসলাম আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ২৪গার্ডেনভিউ পার্ক এন্ড রেস্টেুরেন্টের ব্যাবস্থাপনা পরিচালক হুমায়ুন কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালীমূল কোরআন কমপ্লেক্সের চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা হাফেজ তৈয়ব, প্রধান বক্তা ছিলেন নেছারিয়া কামীল মাদ্রাসা চট্টগ্রামের অধ্যক্ষ মাওলানা রফীকুদ্দীন ছিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন আল মানহাল মাদ্রাসা অক্সিজেনের পরিচালক মাওলানা মো মুসলিম উদ্দীন মাদানী, হালিশহর ইবনে আব্বাস মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আব্দুল মান্নান, দৈনিক চট্টগ্রামের পাতা নির্বাহী সম্পাদক এম এ কাইয়ুম, বক্তব্য রাখেন ২৪টিভি এবং দৈনিক চট্টগ্রামের পাতা সিও শামশুল কবির শাহীন,বাংলাদেশ লেভার ফেডারেশনের সহ সভাপতি চৌধুরী মোহাম্মদ আলী, মিডিয়া ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মো. আল আমিন, জাতীয় কবিতা মঞ্চের বিভাগীয় নেতা কবি সুলতান আহমেদ কমল, জাতীয় কবিতা মঞ্চের সাবেক সভাপতি সাংবাদিক মুজিবুল্লাহ তুষার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পিএইচপি কোরাআনোর আলো চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি মাওলানা ক্বারী বোরহান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আল্লামা হাফেজ তৈয়ব বলেন, কোরআন সুন্নার আলোকে কোন প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলে সেই প্রতিষ্ঠানের ব্যবসা বাণিজ্যে বরকত হয়। সে প্রতিষ্ঠানের প্রতি আল্লাহর রহমত থাকে। কোরআনের বরকতে গার্ডেনভিউ পার্ক এবং রেস্টেুরেন্টের ব্যবসায় বরকত হবে।
আল্লাহর রহমতে ব্যবসায় সফলতা আসবে বলে তিনি বলেন। প্রধান বক্তা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মাওলানা রফিকুদ্দিন ছিদ্দিকী বলেন, এ প্রতিষ্ঠানের যাত্রা একজন বিশ^জয়ী কোরআনী হাফেজকে দিয়ে। এটা বর্তমান সময়ের জন্য এটি একটি পজেটিভ দিক। সবাই ব্যবসা বাণিজ্যর প্রতিষ্ঠান শুরু করার সময় কোরআন হাদিসের আলোকে উদ্বোধন করলে সমাজে অনেক পরিবর্তন আসবে।
অনুষ্ঠানের শুরুতে বিশ্বজয়ী কোরআনে হাফেজ তরিকুল ইসলাম পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে এবং ফিতা কেটে উদ্বোধন করেন ।