
নবগঠিত সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই আমাদের লক্ষ্য। ইশতেহার বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, সহযোগিতা করতে হবে সকলকে।
দেশের উন্নয়নে ও মানুষের কল্যানে সবাইকে অনিয়ম ও দুর্নীতির উর্ধ্বে থেকে সততা ও নিষ্ঠার সাথে আমাদের সবাইকে দায়িত্ব পালন করতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের দপ্তরে গৃহীত পটুয়াখালীসহ বরিশাল বিভাগের উন্নয়ন প্রকল্প প্রয়োজনের তুলনায় পিছিয়ে।
আগামীতে পটুয়াখালীসহ বরিশাল বিভাগ বিশেষকরে উপকূলীয় এলাকা সমূহে দুর্যোগ মোকাবেলায় অগ্রাধিকার ভিত্তিতে অবকাঠামো উন্নয়নে প্রকল্প গ্রহন করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিস্ট সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি নিয়ে জেলা ও বিভাগীয় পর্যায় কর্মশালার আয়োজন করা হবে। এতে করে সমস্যা চিহ্নিত করে প্রকল্প গ্রহন সহজ হবে। এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন মন্ত্রী মহিববুর রহমান।
তিনি ২৫ জানুয়ারি বৃহষ্পতিবার বিকাল ৪ টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পটুয়াখালী জেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথা গুলো বলেন।
উক্ত মতবিনিময় সভায় এসময় পটুয়াখালীর
জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে ও বোতল বুনিয়া স্কুল এন্ড কলেজ’র অধ্যাক্ষ মোঃ আমিনুল ইসলাম সিরাজ’র সঞ্চালনায়
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, এসএম শাহজাদা এমপি, জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান,পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান হাফিজ, পটুয়াখালী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আমিন, কুয়াকাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হাওলাদার, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল,
পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ, এনজিও প্রতিনিধি এসডিএ পরিচালক কেএম এনায়েত হোসেন,
জৈনকাঠী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মোহসীন, জেলা ইমাম পরিষদের সাধারন সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাদের, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ- সম্পাদক নিউ নিউ খেইন।
পরে মন্ত্রী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন।