
পিরোজপুরের ভান্ডারিয়ায় অভ্যন্তরীণ সড়কের বিভিন্ন মালামাল রেখে যানবাহন ও পথচারী চলাচলে বাঁধা সৃষ্টিকারী ৩ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার সাতশত টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) দুপুরে ভান্ডারিয়া উপজেলা পৌর শহরের বন্দর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনের সড়কে অবৈধভাবে ফার্নিচার তৈরির কাঠ, চায়ের দোকান ও হোটেলের চুলা সহ অবৈধ বাঁধা অপসারন করেন এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফার্নিচার ব্যবসায়ী আব্দুর রহমানকে ১০ হাজার, হোটল ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন কে ৫ শত এবং চায়ের দোকানদার জাকির হোসেনকে ২ শত টাকা জরিমানা করা হয়।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা জানান, উপজেলার শহরের বন্দর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনের সড়কে অবৈধভাবে ব্যাবসায়ী মালামাল রাখায় যানবাহন ও পথচারী চলাচলে প্রতিবন্ধকতা তৈরিসহ নানা সমস্যা দেখা দিয়েছে। তাদের এসব মালামাল সরিয়ে নিতে বারবার নির্দেশ দেওয়া হলেও তারা তা আপসারণ না করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।