ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার
বসুন্ধরায় নারীর মরদেহ উদ্ধারে গিয়ে দুই মণ গাঁজা পেল পুলিশ
এবার মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার প্রতারক সিকদার লিটন
পহেলা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে: ডিএনসিসি প্রশাসক
সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান
ডালিয়ার ১৪ বিয়ে: প্রতারণা চলমান
কালিগঞ্জ পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা 

বন্যপ্রাণীর বিলুপ্তি ও পাচার প্রতিরোধে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ পুলিশের সাফল্য

সম্প্রতি বন্যপ্রাণীর বিলুপ্তি ও পাচার প্রতিরোধে বিভিন্ন সংস্থা বৈশ্বিকভাবে কার্যক্রম গ্রহণ করেছে। ইন্টারপোল (INTERPOL) আন্তর্জাতিকভাবে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বিশ্বব্যাপী “অপারেশন থান্ডার ২০২৩” (Operation Thunder 2023) শিরোনামে ইন্টেলিজেন্স-লেড অপারেশন (intelligence-led operation) পরিচালনা করে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৮(ক) অনুযায়ী পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ ও উন্নয়নের বিধান রয়েছে। এরই ধারাবাহিকতায় অন্যান্য দেশের মত বাংলাদেশ পুলিশও উক্ত কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ও বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী রক্ষায় ও অবৈধভাবে পাচার প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারি ভিত্তিতে “অপারেশন থান্ডার ২০২৩” কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় বিলুপ্ত বন্যপ্রাণী রক্ষায় এবং অবৈধভাবে পাচারের সময় ২০২৩ সালে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, সিরাজগঞ্জ, ফেনীসহ দেশব্যাপী উল্লেখযোগ্য ২৪টি অভিযান পরিচালনা করে বিপন্ন প্রজাতির ভল্লুক শাবক, হগ ব্যাজার (গোর খোদক), হনুমান, উল্লুক, সুন্ধি কাছিম, রাজধনেশ, কোকিল, টিয়া, ময়না, কাঠবিড়ালি, পেঁচা ও লজ্জাবতী বানরসহ অন্যান্য প্রাণী উদ্ধার করা হয় এবং বনবিভাগের সহায়তায় অবমুক্ত করা হয়। উক্ত ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয় এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে ইন্টারপোলের সাথে তথ্য বিনিময় করা হয়। উল্লেখ্য, অবৈধভাবে বন্যপ্রাণী পাচারের সাথে জড়িত সংঘবদ্ধ চক্রগুলো পার্শ্ববর্তী দেশ মায়ানমারসহ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বিলুপ্ত প্রজাতির বন্যপ্রাণী সংগ্রহ করে থাকে এবং দেশের দক্ষিণাঞ্চলকে (খুলনা-সাতক্ষীরা) উক্ত বণ্যপ্রাণী পাচারের রুট হিসেবে ব্যবহার করে থাকে।

বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বিশ্বব্যাপী পরিচালিত “অপারেশন থান্ডার ২০২৩” কার্যক্রম সংক্রান্তে ২০২৪ সালের চলতি জানুয়ারি মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে এশিয়া প্যাসিফিক অঞ্চলে বন্যপ্রাণী রক্ষা ও পাচার প্রতিরোধ সংক্রান্ত ঘটনা সনাক্তে (কেস রিপোর্ট) বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সংখ্যক সাফল্য অর্জন করেছে। বন্যপ্রাণী রক্ষায় বাংলাদেশ পুলিশের কার্যক্রম আন্তর্জাতিক পরিমণ্ডলী ভূষি প্রশংসা অর্জন করে। ফলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ