
রাজশাহীর বাগমারায় নব নির্বাচিত এমপি আবুল কালাম আজাদকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি/২৪ ইং) বিকেল সাড়ে পাঁচ ঘটিকায় রমজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।
গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কছিম উদ্দিন সরদারের সঞ্চালনায় এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত হন , রাজশাহী ৫৫, বাগমারা আসনের নব নির্বাচিত এমপি তরুণ প্রজন্মের আইকন আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ- সহসভাপতি ও বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড ইব্রাহিম হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. পি, এম সফিকুল ইসলাম, বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল প্রমুখ।
সভায় বক্তব্য রাখেন গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুরাত আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান বুলবুল, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট এনামুল হক, সাবেক চেয়ারম্যান বিজন কুমার সরকার, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর, সহ অন্যরা ।
সংবর্ধনাস্থলে, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।