
গত রবিবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মাওনা এলাকা থেকে ৩১২ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
জানা যায় রবিবার দুপুর দুইটায় মাওনা এলাকার সুরুজ হাজির আমবাগানে জামির মিয়া ও আরমান মিয়া নামে দুই ব্যক্তি বিদেশী মদ বিক্রি করছিল।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আতাউর রহমান সজিব এর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে জামির মিয়া ধরা পরলেও আরমান মিয়া পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আতাউর রহমান সজিব বলেন, রূপগঞ্জকে মাদক মুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যে দলেরই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না।